উনবিংশ শতাব্দীতে চিকিৎসা বিজ্ঞানের এক অন্যতম অবদান মানব সভ্যতার পক্ষে তা হল antibiotic তার সাথে টিকা বা Vaccine.
Vaccine কেন দিতে হয় বাচ্চাদের জন্মানোর পরে
উনবিংশ শতাব্দীতে চিকিৎসা বিজ্ঞানের এক অন্যতম অবদান মানব সভ্যতার পক্ষে তা হল antibiotic তার সাথে টিকা বা Vaccine.
শিশুদের চিকিৎসার অন্যতম উপকরন হিসাবে Vaccine কেই মনে করা যেতে পারে। টিকার সাহায্যে অনেক রোগ কেই নিয়ন্ত্রন করা বা নিবারন করা হয়েছে। যে সমস্ত Vaccine গুলো দেওয়া হয় সেই রোগগুলির মারাত্বক ভয়াবহতার কিছুই আমরা দেখতে পাইনা শুধু মাত্র Vaccine গুলোর জন্য। এই রোগ গুলি এখন দেখা যায় না বা দেখা গেলেও এগুলি অনেক ক্ষেত্রেই বিরল।
বিভিন্ন রির্সাচের মাধ্যমে দেখা গিয়েছে কেবলমাত্র বিংশ শতাব্দীতেই বসন্ত রোগে ৩০ থেকে ৫০ কোটি লোক মারা গেছে। মানব ইতিহাসের শুরু থেকেই বসন্ত রোগ ছিল এবং এই রোগ দেখা দিল মহামারীর আকারে। বিংশ শতাব্দীর সত্তরের দশকে টিকার সাহায্যে ওই রোগ সম্পূর্ণ নির্মূল করা হয়।
এই ভাবেই অনেক রোগের Vaccine তৈরী হওয়ার পরথেকে সেই রোগ থেকে মানব সমাজ মুক্তি পেয়েছে। কিছু বিশেষ দিন বা সাল:
- 1975 সালে 15th-Aug ভারতবর্ষ কে বসন্তমুক্ত বলে ঘোষনা করা হয়।
- পৃথিবীতে শেষ বসন্ত রোগ হয় 1978 সালের September মাসে।
- 1952 সালে আমেরিকায় 21 হাজার লোক, অধিকাংশই শিশু পোলিওতে পক্ষাঘাতগ্রস্ত হয়।
- আমাদের দেশে 1995 সালে প্রায় 50 হাজার শিশু পোলিয়ো আক্রান্ত হইয়েছিল।
- 2010 সাল নাগাদ ভারতবর্ষ প্রায় পোলিয়োমুক্ত হয়।
- 2014 সালের 13-January ভারতবর্ষকে পোলিও মুক্ত ঘোষনা করা হয়।
আপনার বাচ্চা কে কোন কোন টিকা (Vaccine) দেওয়া দরকার
শিশু বয়সে টিকা বা Vaccine নেওয়া কতটা জরুরি সেটা আমরা প্রত্যেকেই জানি তাই এবার আমরা একটা সরল লিস্টের মাধ্যমে জেনে নেব কোন টিকা কখন দিতে হবে। যে রোগগুলি টিকার সাহায্যে নিবারন করা যায় সেগুলিকে বলে Vaccine Preventable Disease, বাকি রোগগুলি টিকার সাহায্যে দমন করা গেলেও বিশেষ অবস্থা বা দরকার ছাড়া এগুলি ব্যবহার করা হয় না।
- BCG
- Polio
- Diphtheria
- Pertussis
- Tetanus
- Hepatitis A
- Hepatitis B
- Haemophilus B
- Mumps
- Measles (হাম)
- Rubella
- MMR ( Measles, Mumps, and Rubella )
- Cholera
- Typhoid
- Influenza vaccine
- Rabies Vaccine
এছাড়াও আরো বেশ কিছু টিকা আছে যেগুলো দেওয়া হয়।
শিশুদের কোন টিকা কখন দিতে হবে
আমাদের দেশে শিশুদের টিকা নীতির ব্যাপারে কিছুটা জটিলতা আছে। এই জটিলতার কারণ হল টিকার বিষয়ে সরকারি নির্দেশিকা (ভারত সরকারের নির্দেশিকা) আর শিশু বিশেষজ্ঞদের উপদেশের মধ্যে পার্থক্য। এই পার্থক্যের উৎস হল কিছু কিছু দরকারি নতুন টিকার দাম এত বেশি যে ভারত সরকারের মতে বর্তমানে দেশের প্রত্যেকটি শিশুকে এই সবগুলি টিকা। দেওয়ার খরচ সরকারের পক্ষে বহন করা সম্ভব নয়। ফলে সরকার থেকে যে টিকাগুলি দেওয়া হয়, যেগুলি বিনামূল্যে ভারতের প্রত্যেকটি শিশুর প্রাপ্য, তার মধ্যে শুধু শিশুদের সবচেয়ে দরকারি টিকাগুলির স্থান আছে। বাকি বেশ কয়েকটি অপেক্ষাকৃত নতুন ও ব্যয়সাধ্য টিকা এই তালিকায় স্থান পায়নি। অন্য দিকে ইন্ডিয়ান আ্যকাডেমি অব পিডিয়াট্রিক্স (Indian Academy of Pediatrics) যে তালিকাটি তৈরি করেছে তাতে অধিক দামী টিকা যেগুলি শিশুর জন্য দরকারী সেগুলি দেওয়া আছে। বাবা-মায়ের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে শিশুর টিকাকরন হয়ে থাকে আমাদের দেশে যদিও এই অবস্থার পরিবর্তন দরকার। অবশ্য এই অবস্থার পরিবর্তন রাজনৈতিক, অর্থনৈতিক ও চিকিৎসাবিষয়ক চিন্তাধারার পরিবর্তনের উপর নির্ভরশীল।
ভারত সরকার নির্ধারিত শিশুদের টিকার (vaccine) সূচি
হাসপাতাল ছাড়ার আগে যে Vaccine গুলো দেওয়ার কথা
Vaccine Name | What is the process / How its given | What is the best time |
বিসিজি ইঞ্জেকশন BCG Injection for preventing Tuberculosis | চামড়ার মধ্যে ইঞ্জেকশন দেওয়া হয়। জন্ম থেকে 1 মাস বয়স- 0.1 ml 1 মাস থেকে 1 বছর- 0.5 ml | জন্মের পরেই দেওয়া দরকার। শিশুর জন্ম হাসপাতালে হলে হাসপাতাল ছাড়ার আগেই দিয়ে নেওয়া ভাল। বিসিজি ৫ বছর বছর বয়স পর্যন্ত দেওয়া যায়। |
পােলিয়াের ফোটা (খাওয়ার জন্য। পােলিয়াে টিকা, ‘ওপিভি’, ওরাল পােলিয়াে ভ্যাকসিন) মােট ৩টি ভ্যাকসিন। Polio Vaccine | মুখে ২ ফোটা | প্রথম পােলিয়াের ফেঁটা জন্মের। পরেই দেওয়া দরকার। শিশুর জন্ম। হাসপাতালে হলে হাসপাতাল ছাড়ার আগেই দিয়ে নেওয়া ভাল। তবে দরকারে প্রথম পােলিয়ে ১৫ দিন বয়স পর্যন্ত দেওয়া যায়। |
হেপাটাইটিস বি – Hepatitis B (হেপাটাইটিস বি একটি মারাত্মক সংক্রামক রোগ যা যকৃত বা লিভার কে আক্রমণ করে।) | মাংসপেশির মধ্যে 0.5 ml | জন্মের পর যত তাড়াতাড়ি সম্ভব, বিশেষ করে জন্মের ২৪ ঘণ্টার মধ্যে দেওয়া দরকার। |
বাচ্চার 6 সপ্তাহ বয়েসে যেগুলি দিতে হয়
Vaccine Name | What is the process / How its given | What is the best time |
ডিফথেরিয়া/ হুপিং কফ/ টিটেনাস, (ডিপিটি) ইঞ্জেকশন | ডিপিটি— মাংসপেশির মধ্যে ইঞ্জেকশন (ইন্ট্রামাসকুলার) ০.৫ মিলি | ৬ সপ্তাহ বয়সে |
পােলিয়াের ফোটা (দ্বিতীয় ডােজ) | মুখে ২ ফোটা | ৬ সপ্তাহ বয়সে |
হেপাটাইটিস বি (হেপ-বি) ইঞ্জেকশন (দ্বিতীয় ডােজ) | মাংসপেশির মধ্যে ইঞ্জেকশন (ইন্ট্রামাসকুলার) ০.৫ মিলি | ৬ সপ্তাহ বয়সে |
বাচ্চার 10 সপ্তাহ বয়েসে যেগুলি দিতে হয়
Vaccine Name | What is the process / How its given | What is the best time |
ডিফথেরিয়া/ হুপিং কফ/ টিটেনাস, (ডিপিটি) ইঞ্জেকশন | ডিপিটি— মাংসপেশির মধ্যে ইঞ্জেকশন (ইন্ট্রামাসকুলার) ০.৫ মিলি | ১০ সপ্তাহ বয়সে |
পােলিয়াের ফোটা (তৃতীয় ডােজ) | মুখে ২ ফোটা | ১০ সপ্তাহ বয়সে |
হেপাটাইটিস বি (হেপ-বি) ইঞ্জেকশন (তৃতীয় ডােজ) | মাংসপেশির মধ্যে ইঞ্জেকশন (ইন্ট্রামাসকুলার) ০.৫ মিলি | ১০ সপ্তাহ বয়সে |
বাচ্চার 14 সপ্তাহ বয়েসে যেগুলি দিতে হয়
Vaccine Name | What is the process / How its given | What is the best time |
ডিফথেরিয়া/ হুপিং কফ/ টিটেনাস, (ডিপিটি) ইঞ্জেকশন | ডিপিটি— মাংসপেশির মধ্যে ইঞ্জেকশন (ইন্ট্রামাসকুলার) ০.৫ মিলি | ১৪ সপ্তাহ বয়সে |
পােলিয়াের ফোটা | মুখে ২ ফোটা | ১৪ সপ্তাহ বয়সে |
হেপাটাইটিস বি (হেপ-বি) ইঞ্জেকশন ( ১০ সপ্তাহে তৃতীয় ডােজ না দেওয়া হলে) | মাংসপেশির মধ্যে ইঞ্জেকশন (ইন্ট্রামাসকুলার) ০.৫ মিলি | ১৪ সপ্তাহ বয়সে |
বাচ্চার 9 মাস বয়েসে যেগুলি দিতে হয়
Vaccine Name | What is the process / How its given | What is the best time |
হামের ইঞ্জেকশন | চামড়ার নীচে ইঞ্জেকশন (সাব কিউটেনিয়াস) ০.৫ মিলি | ৯ মাস পূর্ণ হওয়ার পর থেকে ১২ মাসের মধ্যে (৯ থেকে ১২ মাসের মধ্যে না দেওয়া হয়ে থাকলে ৫ বছর বয়স পর্যন্ত দেওয়া যাবে) |
ভিটামিন-এ (প্রথম ডোজ) | মুখে ১ মিলি = ১ লক্ষ ইউনিট | হামের ইঞ্জেকশনের সঙ্গে (৯ মাস থেকে ১২ মাসের মধ্যে) |
বাচ্চার 16 থেকে 24 মাস বয়েসে যেগুলি দিতে হয়
Vaccine Name | What is the process / How its given | What is the best time |
ডিফথেরিয়া/ হুপিং কফ/ টিটেনাস (ডিপিটি) প্রথম বুস্টার ইঞ্জেকশন | ডিপিটি— মাংসপেশির মধ্যে ইঞ্জেকশন (ইন্ট্রামাসকুলার) ০.৫ মিলি | 16 থেকে 24 মাস বয়েসে দিতে হয় |
পােলিয়াের ফোটা, বুস্টার ইঞ্জেকশন | মুখে ২ ফোটা | 16 থেকে 24 মাস বয়েসে দিতে হয় |
ভিটামিন-এ (প্রথম বুস্টার ডোজ) | মুখে ২ মিলি = ২ লক্ষ ইউনিট | 16 থেকে 24 মাস বয়েসে দিতে হয় |
ভিটামিন-এ (2,3,4,5 নম্বর বুস্টার ডোজ) | মুখে ২ মিলি = ২ লক্ষ ইউনিট | 16 থেকে 24 মাসের মধ্যে প্রথম বুস্টার ডোজ দেওয়ার পর ৫ বছর পর্যন্ত 6 মাস পর পর 2 মিলি করে বুস্টার দেওয়া। |
বাচ্চার 5 বছর থেকে ৬ বছর বয়েসের মধ্যে দিতে হয়
Vaccine Name | What is the process / How its given | What is the best time |
ডিফথেরিয়া/ হুপিং কফ/ টিটেনাস (ডিপিটি) দ্বিতীয় বুস্টার ইঞ্জেকশন | ডিপিটি— মাংসপেশির মধ্যে ইঞ্জেকশন (ইন্ট্রামাসকুলার) ০.৫ মিলি | 5 বছর থেকে ৬ বছর বয়েসের মধ্যে দিতে হয় |
10 বছর বয়েসের মধ্যে দিতে হবে
Vaccine Name | What is the process / How its given | What is the best time |
টিটেনাস ইঞ্জেকশন | মাংসপেশির মধ্যে ইঞ্জেকশন (ইন্ট্রামাসকুলার) ০.৫ মিলি | 10 বছর বয়সে |
15 বছর বয়েসের মধ্যে দিতে হবে
Vaccine Name | What is the process / How its given | What is the best time |
টিটেনাস ইঞ্জেকশন | মাংসপেশির মধ্যে ইঞ্জেকশন (ইন্ট্রামাসকুলার) ০.৫ মিলি | 15 – 16 বছর বয়সে |
এই ধরনের আরো Content পড়ুন আমাদের Website. পড়ুন আর Follow করুন Click Here